স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

শনিবার, ২১ মে, ২০১১

আমি ছলনা পারি

আমি ছলনা পারি


একবার তুমি কাঁদো

অন্য গ্রহে যাবার উদগ্র বাসনায়

একবার আমি কাঁদি

ভিন্ন প্রাণের স্পন্দন জ্বালায়


একবার হাত ছুঁয়ে হাত

চার পায়ে বালিতে ছড়াছড়ি

ভিন্ন সময় ভিন্ন গন্তব্যে

আমরা আজ আনন্দকামী


সেদিনই নাগাচুঁড়া ছেড়া

খুটে খুটে নিষ্পাপটিকে তুলে দেয়া

সেদিনও অভিনয় করা

রাধাচুড়াঁ চিনিনা বলে খুনসুটি ধরা


সেদিন কোন উসব ছিলোনা

উচ্ছাস বাঁধ মানেনি বৃষ্টিতে ভিঁজতে

সেদিন সন্ধ্যা আলো অচেনা

নিজেকে বড় বেশী সুখী ভাবার আশঙ্কাতে


কখনো জানতাম না এভাবে

স্রোতের সাথে স্রোত মোচঁড় দিয়ে পাঁক ধরে

কখনো নিজের মাথায় হাত বুলিয়ে

বেড়ালের আওয়াজ তুলেছি গর্বে


এখন জানি ছলনা আমাতে

নিরুদ্দিষ্ট নিরপেক্ষ প্রতারণা শিখিয়েছে

এখন ঘরির কাটা উল্টো ঘোরে

বিনা কারনে ভুল সময় নির্দেশ করে


রাত ০২.১১

০৯.০৫.২০১১

কাজীপাড়া, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন