স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

পাথুরে কান্না, রোদেলা দুপুর

পাথুরে কান্না, রোদেলা দুপুর


তোমার মুখ ভেবে; আমি কাঁদি

অসম্ভব প্রিয় মুহুর্ত হারাবার লোভে।


বসন্তের রোদেলা দুপুরে

নির্জ্ন চিল’কে উড়তে দেখেছি

সিগারেট টানার ফাঁকে ফাঁকে।

কিভাবে উড়লো? কেন উড়লো? অত দূরে!

ভেবেছি তোমার চোখের গলে

আলতো আঙ্গুলে কালি সরিয়ে দিতে দিতে।


অগণিত অবাধ্য শব্দ ফাল দিবে

ভয়ে সারাক্ষণ চুপচাপ থাকি

চাইনা দুর্বলতা প্রকাশ করতে।

না ছুঁয়ে ছোঁবার ভান করে

রাগ দেখিয়ে ছুঁয়ে ফেলি

লুকোচুরি খেলার আলসে ভঙ্গিতে।


স্বর্ণলতার কথা মনে পড়ে

জ্বলজ্বলে হলদের ভেতরে সাদা পানি

পাথুরে কান্না এরকম কিছু হবে।

দিকবিদ্বিক ছোটাছুটি করে ক্লান্ত হলে

একাকিত্বের জড়তা তোমাকে ঘিরে ধরে জানি

ঠিক তখন কি শুধু আমাকেই মনে পড়ে?


আমার প্রতিটা সকাল; দেখি একইরকম

ভেঁজা ভেঁজা মেঘলা আকাশে ঢেকে থাকে।

ভোর ০৫.২০

১৮.০৫.২০১১

কাজীপাড়া, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন