স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

শনিবার, ২১ মে, ২০১১

ভুলে যাবো

ভুলে যাবো


আমি এমন করে তোমাকে

তোমাকে ভুলে যাবো

তুমি কখনো জানবে না

আমি এতটা দুরে

নীরবে সরে যাবো

তুমি যতোটা ভাববে না ।।

আমার মাঝে আমি এলোমেলো সারাবেলা

দক্ষিণ বাতাস তোমার চুলে করে খেলা ।।


দেখে নিও স্মৃতির পাতায়

কতটা সুখ জমেছিল

যখন আমি তোমার কাছে

অনেক দুরের মানুষ হবো ।।


একে নিও তোমার কপালে

যে ভুলে চাঁদ ডুবেছিল

শুধু আমি তোমার দায়ে

জানি নিশ্চিত মৃত্যুদন্ড পাবো ।।


রাত ০১.১৬

১৬.০৫.২০১১

কাজীপাড়া, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন