স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

shadhinota dibosh niye vabna..... "dim age na murgi"

25th-26th march desher vagge ghote zaoua ek ovutpurbo ghotnar chakkhus sakkhi hote parini dukkho, r ekhon chailey zuddhho kora zaina... zai hok "history jenechi histiry theke ebong ta janar pore zokhon upoloddhi korte parlam ki chilo ta asole," mone ekhon prosno jage amra shadinota dibos palon kori othcho zader mrritute oii ghosona dite baddho holam tader ke smoron kori kintu shok dibos palon kori na? onek shunchi dibosher tatporjjo, shikhechi bisheshoggo der moto bekkha korte lakin korte na? jar karone tokhon mone hoyechilo amader pitth deyale theke gese othoco takei aaral kori ghoshona diboser tatporje! kije kori ei sober uttor pete "dim age na murgi" totto tao jhalai korlam kintu tobu bangali dorshon tate dhorena.

রবিবার, ২১ মার্চ, ২০১০

my first autograph hunting...

.........কলেজ এর ব্যাবস্থাপনায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন হলো, সবার বক্ত্যব শেষে উপস্থিত বেশ কজনের নাম শোনানো হল.......সেলিনা হোসেন, বেলাল চৌধুরী আরও ছিলেন খালিদ হোসেন, ওস্তাদ সৈয়দ জ়াকির হোসেন, সাদি মহম্মদ আরও অনেকে .........

ছবি তুলছিলাম ক্যামেরা মোবাইলে ..... হঠ্যাৎ পেয়ে গেলাম সামনের সারিতে বসা সেলিনা হোসেন কে, একটুও ইতস্তত করে সময় নস্ট না করে বিনা অনুমতিতে একটা ছবি তুলে বসলাম এবং চাইলাম খাতা বাড়িয়ে পথ চলার দাওয়া.............
তিনি লিখে দিলেন "মানুষকে ভালবাসতে শেখো"..........
লেখা শেষ হলে তাঁর সেই পরশ পাথরে গড়া হাতটি মাথায় ছোয়ানোর দাবি করলে তাও পূরণ করলেন..........
সেদিন থেকে ভাবছি
আগে মানুষ কে নাকি নিজেকে
নাকি শুধু নিজেকে
অথবা মানুষ কে
কিংবা কাওকেই না ভালবেসে
কাটিয়ে দেব জীবন
তাঁর দেওয়া দোঁয়া কি
তবে নির্স্কমার বোঝা বইবে?
আমি কি ভালবাসা চাইনা?
নাকি দিতে জানিনা?
নাকি ছিলনা একতিল কোনদিন!
জমে নি কখনো দানা বেধে।
জানিনা এত জানবার কি
কিসের র্স্পধা টানে
শুধু মনে মনে।