স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

রবিবার, ২৯ আগস্ট, ২০১০

একজন সুখী অথবা নিঃস্বার মানুষ

প্রতিদিন যেতে দেখি হেটে হেটে

নিবিষ্ট মনে, যেনো হাটাটা উপভোগ

করতে করতে, যেতে হই তাকে

এভাবেই প্রতিদিন হেটে হেটে।

হালকা গোছান লাল-সাদা-কালো

চুলের অন্তরালে পাঁক ধরেছে জীবনটা

কখন টের পায়নি কেউ।

শুধু পান করেছে ভিক্ষুকের মতো

তার পথ চলাতে আনন্দ (লালসা) কুড়িয়ে নিতে।

ক্রমশঃ
জীবন এগিয়ে চলে বয়স নিয়ে
পেন্ডুলাম তারা গোনে
টিক টিক টিক টিক টিক টিক।
যা ছিল, আছে ; সাথে নিয়ে
প্রতিদিন হেটে হেটে
এগিয়ে যায় বাড়ন্ত দিন,
তারা-আকাশ পথ দিয়ে
রাস্তার ধূলো-কাঁদা কাপড়ে মেখে।
এগিয়ে যায় আনুভুতিহীন চেতনার
মাঝে জীবন ধীরে ধীরে।

কখনো আপন হয়েছে পথটা বা

ধূলো-কাঁদা, ডাষ্টবিনের ময়লা

হয়তো দেখেছে তার নিপাট

হেটে যাওয়া প্রতিদিন

এই পথ ধরে উদাস হয়ে।

চেতনার লাল সিন্দুকে তালা

মেরে যেতে হয় তাকে

এই পথ ধরে; কতদূর জানো?

বুধবার, ২৫ আগস্ট, ২০১০

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

একদিন জল থেকে মাছ উঠে
মাছ থেকে মাছরাঙ্গা
উরতে উরতে ওরার ক্লান্তিতে বৃক্ষের বুকে......
জ়েমস

SUPROVAT

তৈরী হোন, ;

শুক্রবার, ১৩ আগস্ট, ২০১০

zontrona...

zodi aaj amar bon garm. worker hoto, aar tar takay zodi ami porasuna kortam othoba amader songser cholto. tobe ami ki kortam? zara amar bonke protidin thokacche, ektu ektu kore thukre khacche; tader ke? tara police bol, peshi bol, ortho bol, shamajik bol niye amader shoson korche. amra aar kotodin esob chup chap cheye cheye dhekhbo; chokher samne kichu lok na kheye tader nazzo dabir niye asohayer moto andolon korche?