স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

এখনই বলি

এখনই বলি

চিন্তামন তুষার

এখনই বলি ভালোবাসি

এই কথাটি একশ বছর পরে

বলা হলো ভালোবাসি

এখনই ভালোবাসি

এই কথাটি ভালোবাসি

এখন থেকে ভালোবাসি

শুধু শব্দকে ভালোবাসি।

অতঃপর দিন শেষে

একশটি বছর শেষ

একশটি বছর একটি মিহির আলী

সমান সমান একটি ভালোবাসা।

একবার ভালোবাসা বিক্রী

একবার কেনা, একবার কর্জ

নেওয়া চাই; তবু ভালোবাসা।

ভালো ভাসা ভাসা ভালোবাসা

ধরা যায়না, তুলো তুলো মেঘ

ছিনাল মেয়ে মানুষের ভালোবাসা

এক দুই টিপ গুনে গুনে

টাকা এনে অথবা রাতভোর চুক্তিতে

যুক্তি খায় বিবেকের বেড়া

অন্য ভাবে ক্লান্ত শরীর ঘুম চায়

সারাদিন ব্যস্ততার ভারে

অনেক চিন্তা জড়িয়ে ধরে বুক।

নিতান্ত ভালোবাসা ঐকিক,

সমীকরণ সমাধান দিবে

ভালোবাসা দিয়ে টাকা

পাওয়া যায়, টাকা দিয়ে

ভালোবাসা পাওয়া যায়।

ভালোবাসা স্বাথর্পরতা ভালোবাসে

উদ্দেশ্য প্রসূত দেওয়া নেওয়া

টিকিয়ে রাখে সম্পর্ক

দিতে পারলে ভালোবাসা

না পারলে বিচ্ছিন্নতা

ভালোবাসা একা একা

বসবাস তালপাতার বাসায়।

ঘটক দিশি মদ আর

দিশি বিড়ি খেয়ে মরল।

সব শালা প্রেমের জন্য মরতে চায়

বলে এমন মরে কয়জনা

তো মর কয়জন মরবি মর

সব শালা শুয়োরের বাচ্চা।

রাত ০১.৩৩

কাজীপাড়া, ঢাকা।