স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

রবিবার, ৮ মে, ২০১১

এসো


এসো

সর্গ: দেব ডি (দেবাশিস কুমার দে), শিল্পী

এসো; আমার পাশে বসো

এখানে, এখন দেখে নাও

জেনে নাও, বুঝে নাও

আমাকে, সাজানোর ছল করোনা

আততায়ী স্বপ্নে রক্তাক্ত হবো তাতে

বরং আঁজলা ভরা জল দিয়ে

ধূঁয়ে দিয়ো মুখ

পবিত্র করো আভরণে।


অবোধ প্রতিপন্ন নির্জনতা

হাঁটে আমার সাথে

হাতকড়া দিয়ে বাঁধা

চিকন সবুজের ফাঁকে ফাঁকে

দোলা দেয় কাশফুল

ভালোবেসে উছোল হয় জোছ্না।


নিঃশ্বাস নিঃস্ব করে

ফুসফুস, রক্তিম চাঁদ দেখে

জেগে উঠে মনে হয়

দুঃস্বপ্ন; ধর

ধরে রাখতে পারবে?

আমাকে; মায়ার বাঁধনে।


১২.২২ রাত

০৮.০৫.২০১১

কাজীপাড়া, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন