স্বাগতম

স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব

মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

অলস চিল

অলস চিল
চিন্তামন তুষার


তুমি অলস পাখার চিল
অন্যরকম দিন কামনায়
অন্তঃনীল সমুদ্র সৈকতে
খুঁজে পায়নি শামুকের পাশে
অবিরত ছলছল দু’চোখ ভরা
কাঁলচে জল আবরণে
নিদ-বিশ্রাম হারাম
একলা তাহলে কালো
সব জল বিস্বাদ
মাঁছ, গাছ, মাঁছের আঁশ
বালুময় চারধার জলময় নিখোঁজ
মুখ বোজা জলজ মৃতদের প্রবাল
ফোঁটাতো অসংখ্য উলের ভ্রূণ
গন্ধ বাতাসে মিশে
অসংখ্য প্রাণের দাওয়াত
ভুলে যাও কি করে।


তারা নিংড়ানো ধোঁয়া
আবেশ চিরদিন কবর ঘুম
নিঃসঙ্গতা মাটির গুহায়
শূণ্য সংসার শীতল রকম
আহবান দেখা ঝাউয়ের মাঝে
বসন্ত বিনম্র শ্রদ্ধায়
তোমাকে বিদায় জানায়।


শক্তির ডানায় অভিযান
বহুদূর বহুদূর নীল পালক
রাত্রের মতো মোটা দাঁগে
শান্তিচন্দ্র লেনে খড়ি মাটি
সীমানার দেয়াল রিকসায়
গমন অনন্ত পরশ বশে
তখন পৃথিবীটাকে একটা
মাছের ডিম লালন চর্চা
অনাহারে নেমে আসে
লালচে ঠোট বিশ্রী
কালো শুয়ে থাকা ভালোবাসে।


খুঁজবার মুহুর্ত অবকাশে
রোদপায়া বিছিয়ে আছে
কোমল তরল ক্ষোভ
অগ্যস্থ শিকার ছেড়েছে
নখের তীক্ষ্ম অনুভূতি
মাটিতে পায়নি আকুতি
তারপর তুমি মৃত
সমাজ বিচ্যুত চিল
তোমার অলস ডানায়
মেতেছে তুষার।


রাত ০৪:০৫
০৩-০১-২০১২
কাজীপাড়া, ঢাকা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন