i want to make a space where i discussed and share my opinion,my thought, my creation, my experiences & hypo..; many mores.......
স্বাগতম
ভাঙ্গলো এই অব্দে প্রদোষ নৃত্য বৈভব
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০১০
আমরা বাঁচি
অযথা অপমৃত্যু হঠাৎ
জেঁকে বসা এই পৃথিবীর কোলে
মায়ের দুধ পান করে।
এ কেবলই খেলা
বুঝেছি পথ চলতে
সহমরণ অভিযাত্রী যাত্রীর
কাছ থেকে।
আয়োজনের অনারম্বর উচ্ছাসে
ভুলেছি কর্তব্য বিগত ঋনের।
রবিবার, ২৯ আগস্ট, ২০১০
একজন সুখী অথবা নিঃস্বার মানুষ
নিবিষ্ট মনে, যেনো হাটাটা উপভোগ
করতে করতে, যেতে হই তাকে
এভাবেই প্রতিদিন হেটে হেটে।
হালকা গোছান লাল-সাদা-কালো
চুলের অন্তরালে পাঁক ধরেছে জীবনটা
কখন টের পায়নি কেউ।
শুধু পান করেছে ভিক্ষুকের মতো
তার পথ চলাতে আনন্দ (লালসা) কুড়িয়ে নিতে।
ক্রমশঃ
জীবন এগিয়ে চলে বয়স নিয়ে
পেন্ডুলাম তারা গোনে
টিক টিক টিক টিক টিক টিক।
যা ছিল, আছে ; সাথে নিয়ে
প্রতিদিন হেটে হেটে
এগিয়ে যায় বাড়ন্ত দিন,
তারা-আকাশ পথ দিয়ে
রাস্তার ধূলো-কাঁদা কাপড়ে মেখে।
এগিয়ে যায় আনুভুতিহীন চেতনার
মাঝে জীবন ধীরে ধীরে।
কখনো আপন হয়েছে পথটা বা
ধূলো-কাঁদা, ডাষ্টবিনের ময়লা
হয়তো দেখেছে তার নিপাট
হেটে যাওয়া প্রতিদিন
এই পথ ধরে উদাস হয়ে।
চেতনার লাল সিন্দুকে তালা
মেরে যেতে হয় তাকে
এই পথ ধরে; কতদূর জানো?
বুধবার, ২৫ আগস্ট, ২০১০
জীবনটাকে
শনিবার, ২১ আগস্ট, ২০১০
বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০১০
মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০
শুক্রবার, ১৩ আগস্ট, ২০১০
zontrona...
শুক্রবার, ২৬ মার্চ, ২০১০
shadhinota dibosh niye vabna..... "dim age na murgi"
রবিবার, ২১ মার্চ, ২০১০
my first autograph hunting...
ছবি তুলছিলাম ক্যামেরা মোবাইলে ..... হঠ্যাৎ পেয়ে গেলাম সামনের সারিতে বসা সেলিনা হোসেন কে, একটুও ইতস্তত করে সময় নস্ট না করে বিনা অনুমতিতে একটা ছবি তুলে বসলাম এবং চাইলাম খাতা বাড়িয়ে পথ চলার দাওয়া.............
তিনি লিখে দিলেন "মানুষকে ভালবাসতে শেখো"..........
লেখা শেষ হলে তাঁর সেই পরশ পাথরে গড়া হাতটি মাথায় ছোয়ানোর দাবি করলে তাও পূরণ করলেন..........
সেদিন থেকে ভাবছি
আগে মানুষ কে নাকি নিজেকে
নাকি শুধু নিজেকে
অথবা মানুষ কে
কিংবা কাওকেই না ভালবেসে
কাটিয়ে দেব জীবন
তাঁর দেওয়া দোঁয়া কি
তবে নির্স্কমার বোঝা বইবে?
আমি কি ভালবাসা চাইনা?
নাকি দিতে জানিনা?
নাকি ছিলনা একতিল কোনদিন!
জমে নি কখনো দানা বেধে।
জানিনা এত জানবার কি
কিসের র্স্পধা টানে
শুধু মনে মনে।